সিংহ আর ভাল্লুক দুই--বন্ধু ছিল। তারা একদিন খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। ভাগ্যক্রমে বনে পড়ে-থাকা এক মৃত হরিণকে দেখতে পেল তারা। তারা ছিল স্বার্থপর বন্ধু। তারা প্রত্যেকে মৃত প্রাণীটার পুরো অংশ দাবি করল। তারা কোনো সিদ্ধান্তে পৌঁছোতে পারল না। তখন দুজনের মধ্যে লড়াই বেধে গেল।
প্রকৃত বীর যাঁরা তাঁদের কথা পৃথিবীর মানুষ জানে না। তারা গরিব ও দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে কাজ করে। তাদের কাজ থেকে কোনো পুরস্কারের আশা তারা করে না। অপরের দুঃখকষ্টে তারা ব্যথিত হয় এবং তাদের প্রধান লক্ষ্যই হল সেই দুঃখকষ্ট বিমোচন করা। এ হল ভালোবাসার কাজ। তারা যশের জন্য লালায়িত নয়, পদমর্যাদা কিংবা অর্থও তাদের কাঙ্ক্ষিত নয়।
কথার ক্ষমতা অনেক। তারা কাউকে সাহায্য কিংবা আঘাত করতে, আশীর্বাদ কিংবা অভিশাপ দিতে পারে। নির্দয় কথা অনেক অনিষ্ট করে। সদয়বাক্য প্রভূত কল্যাণ করে। আমরা নির্দয় কথায় বন্ধুর সুখহানি ঘটাতে পারি, আবার সদয়ভাষণে পারি দুঃখিত হৃদয়কে উল্লসিত করতে, যদিও সেজন্য আমাদের কোনো আর্থিক মূল্য দিতে হয় না। সদয় কথা মহার্ঘ উপহারের চেয়ে প্রায়শ অধিকতর কাম্য।
দিনের আলোয় চারদিক ভোরে গেছে এমন সময় আমি জেগে উঠলাম। নিজেকে বেশ সতেজ বোধ হল। ঝড় কেটে যাওয়ার সমুদ্র শান্ত। সবিস্ময়ে দেখলাম কেউ জাহাজকে কিনারার কাছাকাছি এনে ফেলেছে। মনে হল জাহাজটা যেন সমুদ্র-শিলার ওপরে খাড়া দাঁড়িয়ে আছে। জাহাজে পৌঁছোনোর ইচ্ছা করল। কারণ আমি জানতাম কেবিনে জামাকাপড় ও খাবারদাবার আছে।
আমরা আজকাল গ্রামে ও শহরে অনেক বিদ্যালয় দেখতে পাই। ছাত্রেরা এই বিদ্যালয়গুলিতে লেখাপড়া করে। কিন্তু প্রাচীনকালে বিদ্যালয় ছিল না। মা-বাবা ছেলেদের শিক্ষক বা গুরুর ঘরে পাঠিয়ে দিতেন। ছেলেরা গুরুর সঙ্গে বাস করত, আর গুরুর তাদের খাদ্য ও পোশাক দিতেন, বেদ ও শাস্ত্র শেখাতেন। ছেলেরা দ্বিতীয় জনকরূপে গুরুর সেবা করত।
যে কোনোভাবেই হোক শিশুদের অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে। তারা যদি বিদ্যালয়ে না আসতে পারে, তাহলে বিদ্যালয় অবশ্যই তাদের কাছে যাবে। কিন্তু কীভাবে ? কানাডা ভ্রাম্যমাণ গাড়ি ও ডাকযোগে সমস্যার সমাধান করেছে। অস্ট্রেলিয়া মুক্ত বিদ্যালয় ও পত্রাদির মাধ্যমে শিক্ষার ব্যবস্থাদি করেছে। রেলগাড়ির কামরার অপ্রচলিত শ্রেণীকক্ষে ভ্রাম্যমাণ বিদ্যালয় সর্বোত্তম শিক্ষাপদ্ধতি ও শিক্ষা-উপকরণের জোগান দেয়।
77 videos|109 docs
|
1. পশ্চিমবঙ্গের ডব্লিউবিসি এস (পশ্চিমবঙ্গ) কী? |
2. ডব্লিউবিসি এস পরীক্ষার জন্য কী প্রস্তুতি করতে হবে? |
3. ডব্লিউবিসি এস পরীক্ষার কিছু প্রধান বিষয় কী? |
4. ডব্লিউবিসি এস পরীক্ষায় কী ধরণের প্রশ্ন থাকে? |
|
Explore Courses for WBCS (West Bengal) exam
|