WBCS (West Bengal) Exam  >  WBCS (West Bengal) Notes  >  WBCS Preparation: All Subjects  >  Translation from English to Bengali - 2

Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal) PDF Download

  • As Indian we have to live in India and work for India. But we must not forget that we belong to the larger family of the world and the people living in other countries are after all our cousins. It would be such an excellent thing if all the people in the world are happy and contented. We have therefore, to try to make the world a happier place to live in.
Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)  View Answer

ভারতীয় হিসেবে ভারতে বাস করতে ও ভারতের জন্য কাজ করতে হবে আমাদের। কিন্তু আমরা যে বিশ্বের বৃহত্তম পরিবারের অন্তর্গত এবং অন্য দেশে বসবাসকারী মানুষেরাও যে আমাদের ভ্রাতৃতুল্য---এ কথাটা আমাদের কোনোভাবেই ভোলা উচিত নয়। যদি বিশ্বের সকল মানুষ সুখী ও সন্তুষ্ট হয়, তাহলে তা হবে এরকম চমৎকার জিনিস। কাজই বিশ্বকে বাসের উপযোগী সুখীতর জায়গা হিসাবে গড়ে তোলার চেষ্টা আমাদের করতে হবে।

  •  Some people do not know the value of time. They cannot fully realise that time once gone never returns. They think thus : "When the long life lies before us what does it matter, if a little time is wasted ? These duties are not finished today, never mined--we shall do them tomorrow," They should consider that if anything is put off for tomorrow, it is difficult to do it again, for tomorrow will appear with its fresh duties, and after finishing them there may not be time enough to take up the unfinished work of today.
Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)  View Answer

কিছু লোক সময়ের মূল্য জানে না। তারা পুরোপুরি বুঝতে পারে না যে, সময় একবার চলে গেলে আর কখনও ফেরে না। তারা ভাবে এভাবে : 'সামান্য সময় অপচয় হলে আমাদের সামনে পড়ে থাকা বিশাল জীবনে ওটা কোনো ব্যাপারই নয়। যে কাজগুলো আজ শেষ হল না, কোনো ব্যাপার, আগামীকাল সেগুলো করে ফেলব।' তাদের ধারণা করা উচিত আগামীকালের জন্য কোনো কিছু পড়ে থাকলে, তা ফের করা কঠিন হয়। আগামীকাল নতুন কাজ এসে যায়, সেগুলো শেষ করার পর আজকাল অসমাপ্ত কাজ গ্রহণ করার যথেষ্ট সময় থাকে না।

  • When the Government of the English East India Company decided to establish universities in Calcutta, Bombay and Madras, the purpose was not to promote excellence in the pursuit of knowledge. The immediate aim was more limited and practical. The British Indian administration needed educated natives to man the lower rungs of Government. But by the end of the 19th Century, the University of Calcutta had transcended this original aim and had begun to aspire to the content of its own motto. "Advancement of learning."
Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)  View Answer

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার যখন কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তগ্রহণ করেন, জ্ঞান অনুসন্ধানের উৎকর্ষ বিধানের উদ্দেশ্য তখন ছিল না, তাৎক্ষণিক লক্ষ্য ছিল অধিক বাস্তবসম্মত ও সীমিত। ভারতীয় ব্রিটিশ প্রশাসনের প্রয়োজন ছিল এদেশীয় শিক্ষিত মানুষকে সরকারের নিম্নস্থ পদে কাজে লাগানো। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় এই আদিম লক্ষ্যকে অতিক্রম করেছিল এবং নিজের আদর্শের লক্ষ্য 'শিক্ষার অগ্রগতি'-র বিষয়কে অনুপ্রাণিত করতে শুরু করেছিল।

  • Far away in the north of our country there is a long range of mountains called the Himalayas.The high tops of these mountains are always covered with snow. At the foot of the mountains there are great fast flowing rivers. The trees in the forest are very tall and grow close together. Many wild animals such as tigers, bears etc.are found in the Himalayan forests. There are thousands of monkeys and birds which live in the trees.
Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)  View Answer

আমাদের দেশের সুদূর উত্তরে হিমালয় নামে এক দীর্ঘ পর্বতমালা আছে। এই পর্বতসমূহের উচ্চ শিখর সবসময় তুষারে ঢাকা। পর্বতমালার পাদদেশে আছে অতিশয় বেগবতী নদী। অরণ্যের বৃক্ষরাজি দীর্ঘকায় ও ঘনসন্নিবদ্ধভাবে জন্মায়। হিমালয়ের অরণ্যে অনেক বন্য জীবজন্তু, যেমন বাঘ, ভাল্লুক ইত্যাদি দেখা যায়। গাছে বাস করে হাজার হাজার বানর ও পাখি।

  • One of the greatest problems that our country has been facing since the seventies is the problem of growing indiscipline among the students. These unrest among the students is confined not only to India, but also it has become a global phenomenon.This, if not checked, would eat into the very fabric of our national entity. The prevalence of the mood of despondency and dejection among the students is nothing but a reflection of general dissatisfaction and discontentment prevailing among the masses.
Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)  View Answer

সত্তরের দশক থেকে আমাদের দেশ যে সমস্যাগুলির মুখোমুখি হয়ে আসছে, সেগুলির অন্যতম হল ছাত্রদের মধ্যে সৃষ্ট ক্রমবর্ধমান বিশৃঙ্খলতার সমস্যা। ছাত্রদের মধ্যে উদ্ভুত এই অস্থিরতা শুধু ভারতে সীমাবদ্ধ নয়, তা বিশ্বঘটনাতে পর্যবসিত হয়েছে। একে যদি প্রতিরোধ করা না হয়, তাহলে এটি জাতীয় অস্তিত্বের কাঠামোকেই গ্রাস করবে। ছাত্রদের এই নৈরাশ্য ও বিষাদ ভাবের ব্যাপকতা আসলে জনগনের মধ্যে সঞ্চারিত সাধারণ অতৃপ্তি ও অসন্তোষের প্রতিফলন ছাড়া আর কিছু নয়।

  •  Man is the maker of his fortunr. We cannot prosper in our life if we are afraid of labour. Some People think that success in life depends in life depends on luck or chance. Nothing can be farther from truth. Scientists have toiled day and night in their laboratories to invent gramophone, radio,television which have added to the joy of our life. Life is not a bed of roses. Industry is the secret of success not only for an individual but also for a nation.
Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)  View Answer

মানুষ তার ভাগ্যের স্রষ্টা। শ্রম করতে ভয় পেলে আমরা জীবনে উন্নতি করতে পারব না। কিছু মানুষ ভাবে সুযোগ কিংবা সৌভাগ্যের উপর জীবনের সাফল্য নির্ভর করে। সত্যের অপলাপ ছাড়া এটা আর কিছু নয়। গ্রামোফোন,রেডিয়ো, টেলিভিশন যা আমাদের জীবনের আনন্দবর্ধন করে, সেগুলির আবিষ্কারে বিজ্ঞানীরা দিনরাত্রি কঠোর পরিশ্রম করেন। জীবন গোলাপের শয্যা নয়। শ্রম যে সাফল্যের রহস্য তা শুধু ব্যক্তির ক্ষেত্রে নয়,জাতির ক্ষেত্রেও সমান প্রযোজ্য।

The document Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal) is a part of the WBCS (West Bengal) Course WBCS Preparation: All Subjects.
All you need of WBCS (West Bengal) at this link: WBCS (West Bengal)
77 videos|109 docs

Top Courses for WBCS (West Bengal)

77 videos|109 docs
Download as PDF
Explore Courses for WBCS (West Bengal) exam

Top Courses for WBCS (West Bengal)

Signup for Free!
Signup to see your scores go up within 7 days! Learn & Practice with 1000+ FREE Notes, Videos & Tests.
10M+ students study on EduRev
Related Searches

Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)

,

ppt

,

Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)

,

study material

,

Viva Questions

,

Summary

,

Previous Year Questions with Solutions

,

past year papers

,

Semester Notes

,

Sample Paper

,

Free

,

video lectures

,

Translation from English to Bengali - 2 | WBCS Preparation: All Subjects - WBCS (West Bengal)

,

shortcuts and tricks

,

Important questions

,

Objective type Questions

,

Exam

,

practice quizzes

,

mock tests for examination

,

Extra Questions

,

MCQs

,

pdf

;